রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে

প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০১:১৬

অংশগ্রহণমূলক নির্বাচন চায় ব্রিটিশ হাই কমিশনার

অংশগ্রহণমূলক নির্বাচন চায় ব্রিটিশ হাই কমিশনার
অনলাইন ডেস্ক

ওবায়দুল কাদের বলেছেন, ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে নির্বাচন কেন্দ্রীক বৈঠক হয়েছে। অংশগ্রহণমূলক নির্বাচন চায় ব্রিটিশ হাই কমিশনার।

বৃহস্পতিবার সকালে রাজধানীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গুলশানের ভায়োলেন্স নিয়ে কথা হয়েছে। ইউরোপ আমেরিকাকে যা বলেছি ব্রিটিশকেও তাই বলা হয়েছে। পৃথিবীর অন্যান্য গনতান্ত্রিক দেশের মতোই এদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে সরকার রুটিন দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন স্বাধীন ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের হয়রানি বা মামলা হয়েছে এমন তথ্য বানোয়াট। দেশে অশান্তি হলে ক্ষতি আমাদের। রাজনীতির নামে কেউ কেউ দুর্বৃত্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী তদারকি করছে। অংশগ্রহণমূলক নির্বাচনে আমাদের আপত্তি নেই। তবে কোনো শর্ত চলবে না।‌ সংবিধান সম্মতভাবে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে পরিচালনা করবে নির্বাচন কমিশন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়