প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৪:৫৮
শেখ হাসিনার সরকার নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালন করবে
অনলাইন ডেস্ক
শেখ হাসিনার সরকার নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালন করবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার (১০ জুলাই) সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। শেখ হাসিনার সরকার নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালন করবে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশের নির্বাচন হবে।
এসময় নির্বাচন কমিশনকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে সরকার সহযোগিতা করবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।