প্রকাশ : ২৯ জুন ২০২৩, ১৭:১৮
এবারের ঈদ আনন্দের বার্তা নিয়ে আসেনি
দ্রব্যমূল্য বৃদ্ধিতে এবারের ঈদ আনন্দের কোনো বার্তা নিয়ে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৯ জুন) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, এই দিন নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্তরা উৎসব করতে পারছে না। স্বচ্ছতা ও জবাবদিহির অভাবের কারণেই সরকার ব্যর্থ হয়েছে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে, দ্রব্যমূল নিয়ন্ত্রণ করতে, মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে। এ কারণেই দেশের অর্থনীতি একটা বিপর্যয়ের দিকে চলে গেছে।
মির্জা ফখরুল আশা করেন, এই দুরাবস্থা থেকে নিজেদের মুক্ত করার জন্যই জনগণ আন্দোলন-সংগ্রামে যোগ দেবে এবং সরকারকে বাধ্য করবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য।
সাধারণ মানুষ ও দলের নেতা-কর্মীদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
এ সময় দলের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব।