প্রকাশ : ১৭ মে ২০২৩, ০২:৫৫
নিরাপদ সড়ক গড়তে সবার সহযোগিতা প্রত্যাশা করছি: মেয়র আতিক
রাজধানীতে টেকসই ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার জন্য সবার সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
জাতিসংঘ ঘোষিত সপ্তম সড়ক নিরাপত্তা সপ্তাহ (১৫-২১ মে) উপলক্ষে সোমবার (১৫ মে) এক শুভেচ্ছা বার্তায় এ প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন তিনি।শুভেচ্ছা বার্তায় বলেন, ‘আপনাদের শুভেচ্ছা জানাতে পেরে আমি আনন্দিত। এ বছর টেকসই যাতায়াত ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে সপ্তাহটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সাসটেইনেবল ট্রান্সপোর্ট’। ডিএনসিসি আওতাধীন সড়ক নিরাপদ, কার্যকর ও টেকসই যাতায়াত ব্যবস্থা তৈরি করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ।
ডিএনসিসির একার পক্ষে সড়ক নিরাপদ করা সম্ভব নয় জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, শহরের সড়কগুলোতে টেকসই ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার জন্য সবার সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি। সড়কে সবাই ট্রাফিক নিয়ম মেনে চলুন। মোটরসাইকেল ও বাইসাইকেলে হেলমেট পরুন। ব্যক্তিগত গাড়িতে সিটবেল্ট ব্যবহার করুন।
গাড়িচালকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, বেপরোয়াভাবে গাড়ি চালানো পরিহার করুন, পথচারী ও সাইকেল আরোহীদের অধিকারকে সম্মান করুন। শহরে গাড়ির গতিকে নিয়ন্ত্রণে রাখুন। আসুন, আমরা সবাই নিরাপদ ও আনন্দদায়ক সড়ক ব্যবস্থা তৈরিতে একসঙ্গে কাজ করি।
ডিএনসিসি মেয়র বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নত হচ্ছে, তাই এখানকার জনজীবনেও গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। সড়ক দুর্ঘটনা ব্যক্তি ও পারিবারিক জীবনে গতির ছন্দপতন ঘটায়। সামগ্রিকভাবে অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলে।