শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে

প্রকাশ : ১৮ মে ২০২২, ১৯:১৮

মানুষ এখন স্বাস্থ্য বিভাগের প্রশংসা করে : স্বাস্থ্যমন্ত্রী

মানুষ এখন স্বাস্থ্য বিভাগের প্রশংসা করে : স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক

স্বাস্থ্য বিভাগকে একসময় মানুষ ধোলাই করেছে, এখন প্রশংসা করে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১৮ মে) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছুদিন আগেও বিশ্ব ব্যাংক জানতে চেয়েছে বাংলাদেশ কীভাবে সফলতা পেয়েছি। তারা বলেছে, করোনা নিয়ন্ত্রণ ও টিকায় বাংলাদেশ আমেরিকার চেয়ে ভালো অবস্থানে রয়েছে।

তিনি বলেন, করোনা চিকিৎসায় অনেক সমালোচনা হলেও আমরা সফলতা পেয়েছি। শয্যা বেড়েছে, ল্যাব হয়েছে ও জনবল নিয়োগ দিতে হয়েছে। ২৬ কোটি মানুষকে ইতোমধ্যে টিকা দেওয়া হয়েছে। যার ফলেই আমরা এভাবে উন্মুক্ত প্রোগ্রাম করতে পারছি।

জাহিদ মালেক বলেন, গত এক মাসে করোনায় কেউ মারা যায়নি, এটি খুবই বিরল। পৃথিবীর কোন দেশে করোনার সার্টিফিকেট দেখাতে হয় না, কারণ তারা জানে বাংলাদেশে করোনা নেই।

তিনি বলেন, আমাদের ইপিআই কর্মসূচি সারা বিশ্বেই প্রশংসিত হয়েছে। আমরা শতভাগ মানুষকে টিকার আওতায় আনতে পেরেছি, যার ফলে মৃত্যুহার কমে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা হিরো উপাধি পেয়েছেন।

এ সময় দেশে আরও চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে বলেও জানান তিনি।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়