প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩, ২২:৪৩
গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখার আহ্বান মেয়র তাপসের
রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডসহ সম্প্রতি বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা নাশকতা কি না, তা গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্টদের খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, ‘সুনির্দিষ্ট একটি সময়ে বারবার অগ্নিকাণ্ড ঘটছে। তাই আমরা শঙ্কিত, এটা নাশকতা কি না। গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে গুরুত্ব সহকারে এটি খতিয়ে দেখার আহ্বান জানাই। পাশপাশি গুজব ও অপপ্রচার রোধে গণমাধ্যমেকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও অনুরোধ জানাচ্ছি।’
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে নিউ মার্কেটের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ।