বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩, ০০:৪৭

‘দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করছেন বঙ্গকন্যা’

‘দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করছেন বঙ্গকন্যা’
অনলাইন ডেস্ক

জননেত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করছেন বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর কাওরান বাজারে অবস্থিত সফটওয়্যার টেকনোলজি পার্ক- ভিশন ২০২১ টাওয়ারে বিপিও প্রতিষ্ঠান ফিফোটেক আয়োজিত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, সফটওয়্যার টেকনোলজি এই পার্ক সজীব ওয়াজেদ জয়ের একান্ত উদ্যোগেই নির্মাণ করা হয়েছে। এখানে নিয়মিত রোজাদার ভাইবোনদের ইফতার করানোর ব্যবস্থা করা হয়। আপনারা সবাই জাতির পিতার জন্য দোয়া করবেন, তার পরিবারবর্গের জন্য দোয়া করবেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। যিনি নিখাদ কাজ করছেন আমাদের দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য।

জুনাইদ আহমেদ পলক বলেন, আজকে যারা ছাত্রছাত্রী আছে এরাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। তারা যাতে সম্মানের সাথে মর্যাদার সাথে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে দেশকে নেতৃত্ব দিতে পারে সেই ব্যবস্থায় করছেন জননেত্রী শেখ হাসিনা। তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করছেন সজীব ওয়াজেদ জয়। এসব প্রশিক্ষণার্থী যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা যাতে আমরা করতে পারি সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।

শ্রমজীবী মানুষের উদ্দেশে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, পরিবার-পরিজন ফেলে ঢাকায় এসে যেসব কর্মজীবী মানুষরা শ্রম দিচ্ছেন। আজ সেই আপনাদের শ্রম ও ঘামেই কিন্তু বাংলাদেশটি গড়ে উঠেছে। তাই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা দোয়া করবেন যেন, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রযুক্তিনির্ভর কর্মস্থান সৃষ্টি করতে পারি। আপনারা দোয়া করবেন মহান আল্লাহ পাক যেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুস্থ দেহে দীর্ঘায়ু দান করেন।

এসময় সুবিধাবঞ্চিত মানুষকে সফটওয়্যার টেকনোলজি পার্ক- ভিশন ২০২১ টাওয়ারে নিয়মিত ইফতার করানোর জন্য ফিফোটেকের কর্ণধার তৌহিদ হোসেনকে ধন্যবাদ জানান আইসিটি প্রতিমন্ত্রী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়