প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ০০:৪৬
মহান স্বাধীনতাকে কটাক্ষকারীদের শাস্তি দাবি
মহান স্বাধীনতা নিয়ে কটাক্ষকারী পত্রিকা ও তার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পেশাজীবী সমন্বয় পরিষদ। শনিবার পেশাজীবী সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে অর্জিত মহান স্বাধীনতার মর্মবাণী ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন স্মার্ট বাংলাদেশ ধারণাকে ভিত্তি ধরে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মহান ব্রত নিয়ে বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় নিজেকে আত্মনিয়োগ করেছেন। সেই সময়ে সংবাদপত্রের স্বাধীনতার নামে একটি প্রতিষ্ঠিত জাতীয় দৈনিক সাংবাদিকতার সব রীতিনীতি ভেঙে ১০ বছরের এক অবুঝ শিশুর ছবির নিচে ক্যাপশনের পরিবর্তে ৩০ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতাকে কটাক্ষ করে ‘মাছ মাংস আর চালের স্বাধীনতা' শীর্ষক সংবাদে একজন দিনমজুরের বক্তব্য প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে নেতারা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের পেশাজীবীসহ সবাইকে রাষ্ট্র ও সংবিধানবিরোধী সব অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।