বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ০০:৪৭

ব্যয় সংকোচনে পুলিশের ইফতার মাহফিল বাতিল

ব্যয় সংকোচনে পুলিশের ইফতার মাহফিল বাতিল
অনলাইন ডেস্ক

আগামী ২৯ মার্চ ইফতার মাহফিলের আয়োজন করার কথা জানিয়েছিল বাংলাদেশ পুলিশ। রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) কনভেনশন হলে এ মাহফিল হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত তা বাতিল করেছে পুলিশ সদরদপ্তর।

শনিবার (২৫ মার্চ) রাতে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃচ্ছ্রতাসাধন নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ পুলিশের ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত নিয়েছে।’

বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এবারের রমজানে গণভবনে কোনো ইফতার পার্টির আয়োজন করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যক্তিগতভাবেও এবার সাদামাটা ইফতার করবেন তিনি। সরকারের ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের কারণ হিসেবে হাসান জাহিদ তুষার জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যে সাশ্রয়নীতি অবলম্বন করেছেন, ব্যক্তিগত জীবনেও সেটারই প্রয়োগের অংশ হিসেবে তিনি এবার কোনো ধরনের ইফতার পার্টি করবেন না। ইফতারে সংযম ও ব্যয় সংকোচন করবেন।

এদিকে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব স্তরের নেতাকর্মীদেরও ইফতার মাহফিল না করার নির্দেশনা দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। তিনি ইফতার মাহফিল না করে কষ্টে দিনাতিপাত করা গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করতে নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী রমজান মাসে গণভবনে এতিম, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ধারাবাহিকভাবে ইফতার মাহফিলের আয়োজন করে থাকেন। তবে এ বছর তা করছেন না তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়