বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ০২:২৪

দুদিনের মধ্যে সাগরে লঘুচাপ, শীত আরও কমতে পারে

দুদিনের মধ্যে সাগরে লঘুচাপ, শীত আরও কমতে পারে
অনলাইন ডেস্ক

ভর শীত মৌসুমের মধ‌্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামী দু-একদিন তাপমাত্রা আরও বেড়ে শীত কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

গত কয়েকদিনে তাপমাত্রা বেড়ে দেশ থেকে এরইমধ‌্যে শৈত‌্যপ্রবাহ বিদায় নিয়েছে। দেশের একটি স্থান ছাড়া আর কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেই।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, আগামী দুদিনের মধ‌্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আমাদের স্থলভাগ থেকে অনেক দূরে। সেখানে তাপমাত্রা বেশি। এটি বাংলাদেশে কোনো প্রভাবে ফেলবে না।

আগামী দুদিন তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, ‘এরপর তাপমাত্রা আবার কমতে শুরু করবে।’

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে হাফিজুর রহমান বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল কক্সবাজারে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়