শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২, ০৮:১৫

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সবার এগিয়ে আসতে হবে: সায়মা ওয়াজেদ

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সবার এগিয়ে আসতে হবে: সায়মা ওয়াজেদ
অনলাইন ডেস্ক

মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য পরিবার থেকেই পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছেন সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্ব মানসিক স্বাস্থ্য রিপোর্ট ও জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মকৌশল পরিকল্পনার অবহিতকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সায়মা ওয়াজেদ বলেন, আমাদের শারীরিক চিকিৎসায় নানা কর্মকৌশল থাকলেও মানসিক স্বাস্থ্যের জন্য ছিল না। এ জন্য নানা পরিকল্পনা নিয়েছি আমরা। মানসিক স্বাস্থ্যের জন্য একটা উন্নত পরিবেশ দরকার। শুধু স্বাস্থ্য অধিদপ্তর চাইলেই হবে না, আমাদের সবার এগিয়ে আসতে হবে। পরিবার থেকেই চালু করতে হবে এটি।

তিনি আরও বলেন, আজ গর্ব করে বলতে হয় মানসিক স্বাস্থ্য নিয়ে বাংলাদেশের একটি কর্মকৌশল আছে, একটি আইন আছে। কিন্তু সবাই এগিয়ে না এলে, কাজ না করলে এগোবে যাবে না। সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। জাতি হিসেবে আমরা অনেক কিছু হারিয়েছি। সেখান থেকে উন্নত দেশের কাতারে এসেছি, তাহলে কেন আমরা মানসিক স্বাস্থ্যের মতো জায়গায় এগোতে পারবো না?’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়