প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২, ১৮:৪০
লিবিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষায় হচ্ছে এমওইউ
লিবিয়ায় বাংলাদেশি শ্রমিকদের আরও বেশি সুরক্ষায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে যাচ্ছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে দুটি আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা হয়।
সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে জয়েন্ট কোপারেশন ইন দ্য ফিল্ড অব রিক্রুরমেন্ট অব ওয়ার্ক বিষয়ক সমঝোতা স্মারক অনুমোদন দেওয়া হয়েছে। এখন এমওইউ সই হবে। এটি হলে লিবিয়ার সঙ্গে সরকারি পর্যায়ে যোগাযোগ স্থাপিত হবে। পাশাপাশি আমাদের শ্রমবাজারে নতুন দুয়ার উন্মোচিত হবে।’
তিনি বলেন, ‘এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে উভয় দেশের আইনকানুন, বিধিবিধান, প্রবিধান, জাতীয় নীতি ও নির্দেশনার আলোকে সমঝোতা স্মারকে আমাদের যেসব কর্মী কাজ করবেন তাদের অধিকার ও মর্যাদা অধিক সুরক্ষিত রাখা হয়েছে এবং সেভাবে তৈরি করা হয়েছে।’
মন্ত্র্রিপরিষদ সচিব বলেন, এমওইউ প্রস্তুত করার সময় লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস ও লিবিয়ার সরকার এবং আমাদের আইনবিষয়ক বিভাগের মতামত বিবেচনা করে করা হয়েছে।