মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২, ০৫:৩২

সিঙ্গাপুর থেকে আসা বিমানের ফ্লাইটে মিললো ১২ কেজি সোনা

সিঙ্গাপুর থেকে আসা বিমানের ফ্লাইটে মিললো ১২ কেজি সোনা
অনলাইন ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১২ কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার (১২ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে ওই স্বর্ণ জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে ১২ কেজি বা ১ হাজার ৩৪ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা।

সংস্থাটির উপ-পরিচালক সানজিদা খানম জানান, সিঙ্গাপুর থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG585 ফ্লাইটে স্বর্ণ চোরাচালান হতে পারে বলে গোপন সূত্রে খবর ছিল। সে মোতাবেক ব্যবস্থা নিয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা বিমানের অভ্যন্তরে প্রবেশ করেন।

এয়ারক্রাফটের (মেঘদূত) অভ্যন্তরে তল্লাশি চালিয়ে 2(A) এবং 2(F) সিটের নিচ থেকে টেপ মোড়ানো বারগুলো গ্রহণ করা হয়।

স্বর্ণবারগুলো পরিত্যক্ত অবস্থায় প্রাপ্ত হিসেবে বিমানবন্দর থানায় এজাহার দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়