প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২, ০৫:২৮
শেষ ব্রিফিংয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল
পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দিয়েছে সরকার। বর্তমান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। সেই হিসাবে সোমবারের (১২ ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিং ছিল খন্দকার আনোয়ারুলের শেষ ব্রিফিং।
বৈঠকের পর সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিং করেন খন্দকার আনোয়ারুল।
এটাই শেষ মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিং মনে করিয়ে দিয়েই খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘কৃতজ্ঞতা জানাই, আজ অফিসিয়ালি আপনাদের (সাংবাদিক) সঙ্গে শেষ (ব্রিফিং)। মন্ত্রিসভা ধন্যবাদ দিয়েছে।’
তিনি বলেন, ‘ধন্যবাদ আপনাদের কথাও মনে থাকবে। আপনাদের সবার প্রতি আমার দোয়া রইলো।’
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা মানুষের কথা চিন্তা করে, দেশের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। কাজ করতে গিয়ে ভুলত্রুটি হয়েছে, দেশবাসীর কাছে অনুরোধ জানাই ক্ষমা করে দেওয়ার।’
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভবিষ্যৎ পরিকল্পনা- আই হ্যাভ রিটায়ার্ড। এখন আল্লাহর রহমতে দেখা যাক কী করা যায়।’
সরকার যদি কোনো প্রকল্প বা কোনো খাতে যদি আপনাকে অফার করে- এ বিষয়ে তিনি বলেন, ‘এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। আমি তো করেছি সরকারি চাকরিজীবী হিসেবে। আমি ভেরি লাকি, আমি সম্ভবত ৪০ বছর। আমি সেক্রেটারিও ১২ বছর থেকে, ২০১১ থেকে।’
সরকারের ডিজিটাল বাংলাদেশ, গুড গভর্ন্যান্স, রাইট টু ইনফরমেশন, জাতীয় শুদ্ধাচার কৌশলসহ বিভিন্ন কর্মসূচিতে জড়িত ছিলেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।