প্রকাশ : ২১ নভেম্বর ২০২২, ০৩:০৯
রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকবে যুক্তরাজ্য
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি রোহিঙ্গা সংকট সমাধানে তার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহরাইনে ১৮তম আইআইএসএস মানামা সংলাপের দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠককালে তিনি এ আশ্বাস দেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, গণতন্ত্র ও রুশ-ইউক্রেন যুদ্ধসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন।
তারা উভয় দেশের জনগণের অভিন্ন মূল্যবোধ, বিশ্বাস ও সংস্কৃতির ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চমৎকার সম্পর্কের বিষয়টিও নিশ্চিত করেন।
পররাষ্ট্রমন্ত্রীদ্বয় আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য সরবরাহ চেইন পুনরুদ্ধার করতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধানের জরুরি প্রয়োজনের ওপরও জোর দেন।