মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২, ০১:৫২

আনসার আল ইসলামের দুই সদস্য গ্রেফতার

আনসার আল ইসলামের দুই সদস্য গ্রেফতার
অনলাইন ডেস্ক

রাজধানীর কদমতলী এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম।

রোববার (৬ নভেম্বর) সন্ধ্যায় কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. নাসির হাওলাদার ও সৈয়দ মহিউদ্দিন ওরফে সালমান।

কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতাররা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তারা অনলাইনে আনসার আল ইসলামের নেতা জসিম উদ্দিন রহমানি ও তামিম আল আদনানীর বয়ান, বিভিন্ন উগ্রবাদী অডিও-ভিডিও ও বই পড়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন। পরে আনসার আল ইসলামের সদস্য হয়ে কথিত জিহাদি কার্যক্রমে সক্রিয় অংশ নেওয়া শুরু করেন। জঙ্গি সংগঠনের একজন শীর্ষস্থানীয় পলাতক সদস্য মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর ও তার আশপাশে এলাকায় জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের রিক্রুটার হিসেবে কাজ করেন। মূলত তার মাধ্যমেই তারা এ সংগঠনে যোগ দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ জঙ্গি সংগঠনের সদস্যরা বিভিন্ন পন্থা অবলম্বন করে সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উগ্রবাদী পোস্ট, মোটিভেশনাল ভিডিও ও সরকারবিরোধী পোস্ট করে সংগঠনের প্রচার-প্রচারণা চালাতো।

গ্রেফতাররা গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংবিধানবিরোধী প্রচারণার মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য যুব সমাজকে তথাকথিত জিহাদে যোগ দিতে উদ্বুদ্ধ করে যাচ্ছে। ঘটনার দিন গ্রেফতার ও পলাতক অভিযুক্তরা রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করার জন্য ঘটনাস্থলে জমায়েত হয়েছিল।

এ বিষয়ে কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়