রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে

প্রকাশ : ১২ মে ২০২২, ১২:৫১

সবচেয়ে কম নার্স ঢাকায়

সবচেয়ে কম নার্স ঢাকায়
অনলাইন ডেস্ক

সঠিক স্বাস্থ্যসেবার জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ১ জন চিকিৎসকের জন্য ৩ জন নার্স এবং হাসপাতালের ৫ রোগী ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) প্রত্যেক শয্যা বা রোগীর জন্য ১ জন করে নার্স থাকতে হবে। কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য খাতে এই চিত্র সম্পূর্ণ উল্টো।

দেশের ৬৪ জেলার মধ্যে সরকারি চিকিৎসক অনুপাতে সরকারি নার্স ঢাকা জেলায় সবচেয়ে কম। এখানে চিকিৎসকের সংখ্যা ১৬ হাজার ৪২২ জন ও নার্স ১০ হাজার ৬১৫ জন। চিকিৎসক ও নার্সের অনুপাত ১:০.৬৪। এরপর বেশি ঘাটতি বান্দরবানে অনুপাত ১:১.২৪, মুন্সীগঞ্জে ১:১.২০।

দেশের আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগেই নার্স ঘাটতি সবচেয়ে বেশি। এখানে সরকারি চিকিৎসক ও নার্সের অনুপাত হলো ১:০.৮৩। এই বিভাগে চিকিৎসকের সংখ্যা ১৮ হাজার ৮৬৮ জন ও নার্স ১৫ হাজার ৮৩৬ জন। বাকি বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে প্রতি চিকিৎসকের জন্য নার্স রয়েছেন ১ দশমিক ৭২ জন, খুলনায় ২ দশমিক ৫০, ময়মনসিংহে ২ দশমিক শূন্য ২, রাজশাহীতে ২ দশমিক ৬৮, রংপুরে ২ দশমিক ৯৪, সিলেটে ২ দশমিক ৪১ ও বরিশালে ৩ দশমিক ৩১ জন নার্স।

সরকারি তথ্যমতে, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলে মোট নার্সের সংখ্যা ৭৬ হাজার ৫১৭ জন। এর বিপরীতে চিকিৎসকের সংখ্যা ১ লাখ ২ হাজার ৯৯৭ জন। সে হিসেবে ১ জন চিকিৎসকের জন্য তিনজনের জায়গায় নার্স রয়েছেন একজনেরও কম, অর্থাৎ চিকিৎসক ও নার্সের অনুপাত ১:০.৭৪।

অবশ্য সরকারি চিকিৎসক ও নার্সের ক্ষেত্রে এই ঘাটতি কিছুটা কম। দেশে বর্তমানে সরকারি চিকিৎসকের সংখ্যা ২৯ হাজার ৪৪৮ জন। এর বিপরীতে সিনিয়র স্টাফ নার্স ও সহকারী নার্সের সংখ্যা ৪০ হাজার ৮০৮ জন। সে হিসাবে সরকারি স্বাস্থ্য খাতে প্রত্যেক চিকিৎসকের জন্য তিনজনের জায়গায় নার্স রয়েছেন প্রায় দেড় জন। এখানে চিকিৎসক ও নার্সের অনুপাত ১:১.৪২।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন দেশ রূপান্তরকে বলেন, দিন দিন নার্সিং পেশার উন্নয়ন হচ্ছে। তবে এখনো কিছু কিছু ক্ষেত্রে সংকট রয়েছে। যেমন উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ দরকার। বিশেষ করে সঠিক স্বাস্থ্যসেবার জন্য স্বাস্থ্য খাতে জনবল ও রোগীর তুলনায় নার্স ঘাটতি অনেক বেশি। এই ঘাটতি পূরণে নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সিট সংখ্যা বাড়াতে হবে, নার্সদের প্রশিক্ষণ বাড়াতে হবে। চাকরিতে নার্সদের জন্য পদ বাড়াতে হবে। পদ সৃজন করতে হবে। এই কর্মকর্তা আরও বলেন, আগে নার্সরা অতটা মর্যাদা পেতেন না। এখন পাচ্ছেন। আগের থেকে অবস্থার অনেক উন্নতি হয়েছে। নার্সিং পেশাটা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। এই সরকারের আমলে অনেক উন্নতি হয়েছে।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়