প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২, ০০:৫৩
অতিরিক্ত ও সহকারী এসপি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি
অনলাইন ডেস্ক
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলি কর্মস্থলে যোগদানের জন্য আগামী ৬ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন অন্যথায় ৭ নভেম্বর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।