রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে

প্রকাশ : ১২ মে ২০২২, ০৯:৩০

মার্কিন ডিএফসি তহবিল পেতে শ্রম অধিকার সমস্যার সমাধান করতে হবে

মার্কিন ডিএফসি তহবিল পেতে শ্রম অধিকার সমস্যার সমাধান করতে হবে
অনলাইন ডেস্ক

কর্মক্ষেত্রে শ্রম অধিকার বিষয়ে উদ্বেগের কারণেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উন্নয়ন বিষয়ক আর্থিক সহায়তা সংস্থার (ডিএফসি) তহবিল থেকে বঞ্চিত হচ্ছে। শ্রম অধিকার সমস্যার সমাধান হলেই এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতার পথ তৈরি হবে।

গতকাল ঢাকার বারিধারায় আমেরিকান সেন্টারে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (ইউএসএআইডি) উপপ্রশাসক ইসোবেল কোলম্যান সাংবাদিকদের এ কথা জানান।

জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে উপকূল ঘেঁষে বেড়িবাঁধ নির্মাণে তহবিল দেওয়ার জন্য ঢাকার অনুরোধ সম্পর্কে ইসোবেল কোলম্যান বলেন, বর্তমানে ইউএসএআইডি এই বিষয়ে সম্ভাব্যতা সমীক্ষার জন্য অর্থায়ন করছে। অবশ্য ইউএসএআইডি নয়, ডিএফসিই এই ধরনের বাস্তব কার্যক্রমগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে।

তিনি বলেন, শ্রম অধিকার নিয়ে উদ্বেগের কারণে ডিএফসিকে বাংলাদেশে কাজ করা থেকে বিরত রাখা হয়েছিল। এই সমস্যাগুলির সমাধান না হওয়া পর্যন্ত ডিএফসির পক্ষে প্রস্তাবিত বাঁধ নির্মাণ করা সম্ভব নয়। আমরা আশা করি যে, বাংলাদেশ সরকার শ্রম অধিকারের সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হবে। যা আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করবে। বাংলাদেশ সরকারও যত দ্রুত অগ্রসর হতে ইচ্ছুক আমরা তত দ্রুত অগ্রসর হতে প্রস্তুত।

এই কর্মকর্তা জানান, ইউক্রেনে নজিরবিহীন মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে সেখানে অতিরিক্ত অর্থ দেওয়া সত্ত্বেও রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা প্রদান অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। মানবিক সহযোগিতার বিষয়ে আমরা নীতিগতভাবে পদক্ষেপ নিয়ে নিশ্চিত করছি যে, এখানে শরণার্থীরা (রোহিঙ্গারা) মৌলিক চাহিদা পূরণের জন্য সামগ্রী পাচ্ছে।

মার্কিন উপপ্রশাসক জানান, কক্সবাজার ও ভাসানচর দ্বীপ ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে আলাপে তিনি ধারণা পেয়েছেন, প্রত্যেক রোহিঙ্গা রাখাইনে তাদের বাসভূমে ফিরে যেতে চায়। কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মর্যাদাপূর্ণ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসন ঘটবে না।

কোলম্যান পাইলট ভিত্তিতে মিয়ানমারের পাঠ্যক্রমের আওতায় রোহিঙ্গা শিশুদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টিতে বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সব বাস্তচ্যুত শিশু শিক্ষার সুযোগ পাবে বলে যুক্তরাষ্ট্র আশা করে।

ইসোবেল কোলম্যান ৭ মে থেকে ১১ মে পর্যন্ত বাংলাদেশ সফর করে ঢাকা ছেড়ে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়