প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ১৭:০২
ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে গাইবেন কবীর সুমন
শাহবাগে জাতীয় জাদুঘরে অনুষ্ঠান করার অনুমতি না পাওয়ায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে কবীর সুমন গাইবেন বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান ‘পিপহোল’-এর কর্মকর্তা মীর আরিফ বিল্লাহ।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে তিনি বলেন, ‘আমদের মিটিং চলছে। আপাতত তেমন কিছুই বলতে না পারলেও শুধু বলছি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে গাইবেন কবীর সুমন। অনুমতিও প্রায় হয়ে গেছে। বিস্তারিত পরে জানাচ্ছি।’
এর আগে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত কবীর সুমনের গানের অনুষ্ঠানের তারিখ ঘোষণা করে আয়োজক প্রতিষ্ঠান পিপহোলের কর্মকর্তারা। জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৫ অক্টোবর আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান পরিবেশনের কথা ছিল। সে অনুযায়ী অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কাছে। কিন্তু অনুমতি মিলেনি।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, জাদুঘরের মতো ‘কি-পয়েন্ট ইনস্টলেশনে’ (অতি গুরুত্বপূর্ণ স্থাপনা) আমরা এই ধরনের প্রোগ্রামের অনুমতি দিতে পারি না। তবে আয়োজকেরা যদি অন্য কোথাও অনুষ্ঠান আয়োজনের অনুমতি চান, তবে আমরা তা বিবেচনা করব।
অনুমতি না পাওয়াতেই অনুষ্ঠানের স্থান পরিবর্তন করে ভিন্ন স্থানে কবীর সুমনের অনুষ্ঠান হওয়ার কথা জানালেন আয়োজকরা।