মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ১৬:৪৩

২০১৮ সাল থেকে র‌্যাবকে সহযোগিতা বন্ধ: যুক্তরাষ্ট্র

২০১৮ সাল থেকে র‌্যাবকে সহযোগিতা বন্ধ: যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক

২০১৮ সাল থেকেই র‌্যাবকে সহযোগিতা দেয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সময় বুধবার (১২ অক্টোবর) এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, র‌্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে।

গত বছরের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭ জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্রের পরামর্শেই র‍্যাব সৃষ্টি হয়েছে ও তারাই প্রশিক্ষণ দিয়েছে। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের বিষয়ে মন্তব্য জানতে চাইলে নেড প্রাইস বলেন, বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০১৮ সাল থেকে র‌্যাবকে সহযোগিতা দেয়া বন্ধ করে দেই আমরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়