প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ০২:৪৯
জলবায়ু অর্থায়নের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
আগামী মাসে মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনের আগে ক্ষয়ক্ষতির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জলবায়ু সংক্রান্ত অর্থায়নের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত এশিয়ায় ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স-বিল্ডিং মেজারসের (সিআইসিএ) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।
সিআইসিএ’র ২৭টি সদস্য দেশের নেতাদের ফোরামে বক্তৃতায় ড. মোমেন রাশিয়া-ইউক্রেন সংঘাতের দীর্ঘস্থায়িত্বের প্রভাব এবং এর কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কথা তুলে ধরেন। তিনি জ্বালানি ঘাটতি এবং পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাবে বিশ্বের অর্থনৈতিক সংকটে পড়ার বিষয়েও সতর্ক করেন।
এই সংঘাতে সব পক্ষকে সংযমের আহ্বান জানিয়ে বিরোধের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন মোমেন।
রোহিঙ্গা সঙ্কট সমাধানে সিআইসিএ নেতাদের সমর্থন কামনা করে পররাষ্ট্রমন্ত্রী এই শরণার্থীদের নিরাপদ, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে উপযুক্ত পরিবেশ তৈরির প্রতি জোর দেন।
পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের ফাঁকে রাশিয়া, বাহরাইনসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করেন।