প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ১৮:৪১
শিশুবক্তা রফিকুলের বিরুদ্ধে সিআইডি পরিদর্শকের সাক্ষ্য
সরকারবিরোধী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে মানহানীকর বক্তব্য প্রদানের অভিযোগে গাজীপুরের গাছা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আলোচিত ইসলামিক শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে সিআইডির পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম সাক্ষ্য দিয়েছেন।
বুধবার (১২ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনে আদালতে এ সাক্ষ্য দেন তিনি। এরপর আগামী ১৭ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন আদালত। এসময় আসামি রফিকুল ইসলামকে আদালতে হাজির করা হয়।
এরআগে, ২০২১ সালের ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করে র্যাব। এরপর গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে রফিকুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন র্যাবের ডিএডি আব্দুল খালেক।
মামলার এজাহারে বলা হয়, আসামি গত ১০ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে ১০টায় গাজীপুরের গাছা থানার কলমেশ্বরে ওয়াজ মাহফিলে বক্তা হিসেবে রাষ্ট্র তথা সরকারবিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থি বিদ্বেষমূলক বক্তব্য দেন।