প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৩
বেলুন বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখার নির্দেশ আইজিপির
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, তারা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার। আমি আবু হেনা রনির সঙ্গে কথা বলেছি, সেও আগের চাইতে ভালো বোধ করছে। তাদের দুজনেরই মানসিক শক্তি প্রশংসনীয়। আমাদের বিশ্বাস তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তাদের জন্য আমাদের দিক থেকে সব ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্ঘটনা দুর্ঘটনাই, এটি কখনও ঘোষণা দিয়ে আসে না। রনির সঙ্গে কথা বলে তার কাছ থেকেও শুনতে পেরেছি, বেলুন উড়ে গিয়ে তার সামনে পড়েছে। ওই ঘটনায় ৫ মিনিট আগে আমাদের সামনে ছিলো বেলুনগুলো। সেখানেও এটি ঘটতে পারতো। তবে এসব দুর্ঘটনা এড়াতে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, গাজীপুরের পুলিশকে ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আমাদের কিছু করার থাকলে আমরা অবশ্যই তা করবো।