মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৭

দুই লাখ ইভিএমের জন্য ৮৭১১ কোটি টাকা চায় ইসি

দুই লাখ ইভিএমের জন্য ৮৭১১ কোটি টাকা চায় ইসি
অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটের জন্য দুই লাখ ইভিএমের প্রকল্প চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর এসব কথা জানান।

তিনি বলেন, সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোটের জন্য প্রকল্প চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবারের মধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে তা পাঠানো হবে।

ওয়ারহাউজ ও প্রশিক্ষণ বাবদ মোট ৮ হাজার ৭১১ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে ইভিএম প্রকল্পের জন্য।

এর আগে রোববার ইসি আলমগীর জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের লিখিত বক্তব্যের ভিত্তিতে নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়