শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে

প্রকাশ : ২১ এপ্রিল ২০২২, ২১:২৩

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার প্রস্তুত: খাদ্যমন্ত্রী

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার প্রস্তুত: খাদ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক

যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত বোরো ধান খেত পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, এবার আমরা আশা করেছিলাম গত বছরের চেয়ে ফলন কিছুটা বৃদ্ধি পাবে। কিন্তু গত কয়েকদিনের ঝড় ও শিলাবৃষ্টিতে কিছু কিছু এলাকায় ৭০ থেকে ৮০ ভাগ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে যেসব খেতের ধান অপুষ্ট আছে সেগুলো থেকে ভালো ফলন পাওয়া যাবে না। তাই এ ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের আউশ ধান চাষের ওপর জোর দেওয়ার আহ্বান জানাই।

সাধন চন্দ্র মজুমদার বলেন, এরই মধ্যে যেসব এলাকায় বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকায় কৃষি বিভাগের কর্মকর্তাদের ক্ষতির পরিমাণ নিরূপণের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা এ রিপোর্ট তৈরি করে জমা দেবে।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়