মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৯

নির্বাচনের আগে সহিংসতায় ইইউর উদ্বেগ

নির্বাচনের আগে সহিংসতায় ইইউর উদ্বেগ
অনলাইন ডেস্ক

নির্বাচনের আগে বাংলাদেশে বিক্ষোভ মিছিলে সহিংসতা বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে ঢাকায় ইইউ কূটনৈতিক মিশন বৃহস্পতিবার এক টুইট বার্তায় এই উদ্বেগের কথা জানিয়েছে।

টুইট বার্তায় বলা হয়, পরবর্তী সংসদ নির্বাচনের আগে বিক্ষোভ-সম্পর্কিত সহিংসতা বৃদ্ধির বিষয়ে ইইউ উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলছে।

এতে আরও বলা হয়, সদস্য রাষ্ট্রগুলো কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন সম্পৃক্ত।

বার্তায় বলা হয়, জাতিসংঘ ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করছে। এবারের গণতন্ত্র দিবসে গণতন্ত্র, শান্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্বের ওপর আলোকপাত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়