মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৪

ভারতে আরও ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন

ভারতে আরও ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন
অনলাইন ডেস্ক

দুর্গাপূজা উপলক্ষে ভারতে আরও ৫০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার ১০টি প্রতিষ্ঠানকে এ অনুমোদন দেওয়া হয়। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ টন করে ইলিশ রপ্তানি করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে ৪ সেপ্টেম্বর ৪৯টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ১ অক্টোবর থেকে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু। গত কয়েক বছর দুর্গাপূজার আগে শর্তসাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, এসব মাছ রপ্তানির জন্য যেসব প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে, তাদেরই রপ্তানি করতে হবে। অনুমোদন হস্তান্তর করা যাবে না। কোনো ধরনের সাব-কন্ট্রাক্ট দিয়েও রপ্তানি করা যাবে না। শুল্ক্ক কর্তৃপক্ষের মাধ্যমে রপ্তানি পণ্যের কায়িক পরীক্ষা করতে হবে। অনুমোদিত পরিমাণ অর্থাৎ ৫০ টনের বেশি কেউ রপ্তানি করতে পারবে না। এ অনুমোদনের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। তবে সরকার মৎস্য আহরণ ও পরিবহনে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করলে, তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমোদনের মেয়াদ শেষ হবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর এখন পর্যন্ত ৬৪টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির জন্য আবেদন করেছে। এর মধ্যে ৫৯ প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্নিষ্ট কর্মকর্তারা বলছেন, গত বছর যেসব প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছিল, তাদের অনেকেই রপ্তানি করেনি। প্রতিটি চালান রপ্তানি শেষে সংশ্নিষ্ট কাগজপত্র মন্ত্রণালয়ে জমা দেওয়ার শর্ত থাকলেও অনেকে মানেনি। এ বছরও একই শর্ত দেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে, তারা যাতে সত্যিকার অর্থেই রপ্তানি করে, তা নিশ্চিতে মনিটরিং করবে মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়