মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১০:২৪

হজের প্রাক-নিবন্ধন বাতিলে সহায়তা না করলে ব্যবস্থা

হজের প্রাক-নিবন্ধন বাতিলে সহায়তা না করলে ব্যবস্থা
অনলাইন ডেস্ক

বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন বাতিলে সহযোগিতা না করলে এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় হজ এজেন্সি প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের ইচ্ছানুযায়ী প্রাক-নিবন্ধন বাতিল কাজে সহযোগিতা প্রদান করছে না। এজেন্সির এ ধরনের আচরণ ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ ও ‘হজ এবং ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুযায়ী অনিয়ম ও অসদাচণের সামিল।

এমতাবস্থায়, সংশ্লিষ্ট সব হজ এজেন্সিকে তাদের অধীনে প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে স্বেচ্ছায় প্রাক-নিবন্ধন বাতিল করতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাক-নিবন্ধন বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যথায় এ বিষয়ে অভিযুক্ত এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়