শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে

প্রকাশ : ২৪ আগস্ট ২০২২, ১৭:৫৫

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৬৭

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৬৭
অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ১৬৭ জন।

বুধবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার কারও মৃত্যু না হলেও ১৭৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৮৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ২৯৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে ২০ লাখ ১০ হাজার ৪৯০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫৪ হাজার ৫৮৫ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়