সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে

প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ১৪:৩৪

শিগগিরই ভোজ্যতেলের দাম সমন্বয় : বাণিজ্যমন্ত্রী

শিগগিরই ভোজ্যতেলের দাম সমন্বয় : বাণিজ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক

ভোজ্যতেলের দাম বিশ্ববাজারে কমলেও দেশের বাজারে ডলারের মূল্যবৃদ্ধির কারণে কমানো সম্ভব হয়নি। তবে, শিগগিরই দাম সমন্বয় করবে ট্যারিফ কমিশন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা বলেন।

জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে এখনও অনেক কম বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর জিনিসপত্রের যে পরিমাণ দাম বেড়েছে সেটা তুলনামূলক অনেক বেশি।

পরিবহন খরচ বাড়ার অজুহাতে রাজধানীতে পণ্যের দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা ঠেকাতে সবাইকে মিলে একসঙ্গে কাজ করতে হবে। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের একার কিছুই করার নেই। ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়, ভোক্তা অধিকার এবং ট্যারিফ কমিশনসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়