সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে

প্রকাশ : ০৮ আগস্ট ২০২২, ০৭:৪৮

বাসে ডাকাতি ও ধর্ষণের ‘পরিকল্পনাকারীসহ’ ১০ জন গ্রেপ্তার

বাসে ডাকাতি ও ধর্ষণের ‘পরিকল্পনাকারীসহ’ ১০ জন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

গভীর রাতে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় জড়িত অভিযোগে আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁদের মধ্যে এ অপকর্মের ‘মূল পরিকল্পনাকারী’ রয়েছেন বলে র‍্যাবের এক খুদে বার্তায় জানানো হয়েছে।

খুদে বার্তায় বলা হয়, রোববার ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে রতন নামের এক ব্যক্তি রয়েছেন। তিনি ডাকাতি ও ধর্ষণের ঘটনার ‘মূল পরিকল্পনাকারী’। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঈগল এক্সপ্রেসের একটি বাস নারায়ণগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করে। রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের একটি খাবারের হোটেলে বাসটি যাত্রাবিরতি নেয়। সেখান থেকে ছেড়ে আসার পর তিন দফায় যাত্রী সেজে ওই বাসে ওঠেন ডাকাত চক্রের সদস্যরা।

বাসটি টাঙ্গাইল পার হওয়ার পর ডাকাতেরা অস্ত্রের মুখে বাসটির নিয়ন্ত্রণ নেন। তাঁরা যাত্রীদের বেঁধে সব লুটে নেন। এ সময় বাসে থাকা এক নারী যাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়।

ওই ঘটনার পর তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন রাজা মিয়া, মো. আওয়াল ও নুরনবী। তাঁদের মধ্যে রাজা মিয়া বাসে ডাকাতি ও ধর্ষণ এবং অপর দুজন ডাকাতিতে অংশ নেওয়ার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়