প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ১২:৫৩
আজ বন্ধু দিবস
‘বন্ধু’ শব্দটি ছোট হলেও এর গভীরতা অনেক। বন্ধুত্বের ব্যাপ্তি সীমাহীন। গবেষকদের মতে, বন্ধুরা কাছাকাছি থাকলে মানুষের রক্তচাপ স্বাভাবিক থাকে এবং তা রোগ নিরাময়ে ভূমিকা রাখে। আজ বন্ধু দিবস। বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
বন্ধুত্ব সম্পর্ককে সহজ করে। মনের সঙ্গে মনের মিল হলেই শুধু সত্যিকারের বন্ধুত্ব হয়। বন্ধুত্বে অহংকার ও হিংসার স্থান নেই। বন্ধু শব্দটি শুনলেই অন্য রকম অনুভূতি কাজ করে। মনে হয় খুব কাছের কেউ। যার সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেওয়া যায়। একে অপরের বিপদে এগিয়ে আসে। বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যাতে এক বন্ধু বিপদে পড়লে আরেক বন্ধু না জেনেবুঝেও আগুনে ঝাঁপ দিতে পারে।
১৯৩০ সালে বিশ্বখ্যাত উপহারসামগ্রী ও কার্ড বিক্রেতা প্রতিষ্ঠান হলমার্কের প্রতিষ্ঠাতা জয়েস ক্লাইড হল ২ আগস্ট বন্ধু দিবস উদযাপনের বিষয়টি জনসমক্ষে আনেন। পরে র্যামন আর্তেমিও ব্রাচো নামের প্যারাগুয়ের এক চিকিৎসক ১৯৫৮ সালের ২০ জুলাই বিশ্বব্যাপী বন্ধু দিবস পালনের প্রস্তাব দিলে তা বেশ সাড়া ফেলে। ২০১১ সালে জাতিসংঘ ৩০ জুলাইকে বিশ্ব বন্ধু দিবসই ঘোষণা করে। তবে যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে আগস্টের প্রথম রবিবার বন্ধু দিবস হিসেবে পালিত হয়।