প্রকাশ : ০২ আগস্ট ২০২২, ০৭:২৩
মার্কিন বিনিয়োগ রিপোর্টে ‘ইতিবাচক পয়েন্ট’ দেখছেন পররাষ্ট্র সচিব
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সম্প্রতি প্রকাশিত বিনিয়োগ রিপোর্টে বাংলাদেশের জন্য অনেক ‘ইতিবাচক পয়েন্ট’ আছে। তথ্যপ্রযুক্তিতে মার্কিন বিনিয়োগ বাংলাদেশের জন্য ভালো হবে।
সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সচিব বলেন, তাদের মূল আগ্রহ জ্বালানি ও আইটিতে। জ্বালানিতে তাদের অনেক বিনিয়োগ আছে। আইটিতেও তাদের বিনিয়োগ এলে সেটা আমাদের জন্য ভালো হবে।
যেসব বিষয় (প্রতিবন্ধকতা) নিয়ে সবাই কথা বলছে সেটি নিয়ে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
আগামী সপ্তাহে ঢাকা সফরে আসতে পারেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সফরের প্রসঙ্গ টেনে সচিব মাসুদ বিন মোমেন বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। তার সফরে রোহিঙ্গা ইস্যু, চীনের সহায়তায় বিভিন্ন চলমান এবং ভবিষ্যৎ প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে।