প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ১৫:৫৫
শুধু রেমিট্যান্সের ওপর নির্ভর করলে হবে না : প্রধানমন্ত্রী
শুধু রেমিট্যান্সের ওপর নির্ভর করলে হবে না, দেশীয় উৎপাদন বৃদ্ধি করে রপ্তানি আয় বাড়াতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৩১ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে এক সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমরা যেসব পণ্য রপ্তানি করতে পারি, তার নতুন বাজার খুঁজে বের করতে হবে। দেশীয় উৎপাদন বৃদ্ধি করে সেগুলো কীভাবে বিদেশে বিনিয়োগ করতে পারি সে চিন্তা থাকতে হবে। সেজন্য আমাদের প্রয়োজন দক্ষ জনশক্তি। যত বেশি দক্ষ জনশক্তি গড়া যাবে, দেশে যেমন কাজে লাগবে বিদেশেও কাজে লাগানো যাবে।
তিনি বলেন, পৃথিবীর অনেক দেশ এখন বয়োবৃদ্ধের দেশে পরিণত হচ্ছে। সেখানে আমাদের বিশাল আকারে যুব শ্রেণি আছে। কাজেই আমরা চাই, এরা যেন দেশে এবং দেশের বাইরে প্রশিক্ষিত হয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে। সরকার সে লক্ষ্যে কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং বিশ্বজুড়ে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাংলাদেশকে সমস্যায় পড়তে হচ্ছে। তারপরও সব সমস্যা অতিক্রম করে বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে।