শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে

প্রকাশ : ২৯ জুলাই ২০২২, ১৭:০৭

করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে

করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে
অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩৫৫ জন।

শুক্রবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার ৪ জনের মৃত্যু এবং ৬১৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ৮৩টি নমুনা। এর মধ্যে একজনের মৃত্যু এবং ৩৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৬৯৬ জন।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৪ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ৪৩ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৮৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৪০ হাজার ৭৭৯ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়