সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে

প্রকাশ : ২৯ জুলাই ২০২২, ১১:৩১

৯০ ফ্লাইটে দেশে ফিরেছেন ৩২ হাজার ৯১৫ হাজী

৯০ ফ্লাইটে দেশে ফিরেছেন ৩২ হাজার ৯১৫ হাজী
অনলাইন ডেস্ক

পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত ৯০টি ফিরতি হজ ফ্লাইটে ৩২ হাজার ৯১৫ জন হাজী দেশে ফিরেছেন। আজ হজ বুলেটিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ৪৫টি ও সৌদি এয়ারলাইন্সের ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫টি বিমানে এসব হজ যাত্রীরা দেশে ফিরেছেন।

গত ১৪ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে ৩২ হাজার ৪৯২ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

এদিকে, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলামের নেতৃত্বে হজ প্রশাসনিক দলের কর্মকর্তারা সকালে মক্কায় বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার সরেজমিনে পরিদর্শন করেছেন।

এ সময় তিনি কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং অসুস্থ হাজিদের খোজ খবর নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়