প্রকাশ : ২৯ জুলাই ২০২২, ০৮:৩৬
দেশে ফিরলো বিমানের টরন্টো রুটের প্রথম ফিরতি বাণিজ্যিক ফ্লাইট
অনলাইন ডেস্ক
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি৩০৬ কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭৮ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে।
স্থানীয় সময় বুধবার (২৭ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১০টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাইটটি।
এ সময় বিমানবন্দরে টরন্টো থেকে আসা যাত্রীদের স্বাগত জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের মাধ্যমে সফলভাবে টরন্টো ফ্লাইট পরিচালিত হয়।
বিমানের বাণিজ্যিক ফ্লাইট বিজি৩০৫ বিশ্বের অন্যতম দীর্ঘ এ রুটে গত ২৭ জুলাই প্রথম যাত্রা শুরু করে।