প্রকাশ : ২৮ জুলাই ২০২২, ১০:৩৭
ছিনতাইয়ে বাধা দেওয়ায় শাবিপ্রবি ছাত্র বুলবুলকে হত্যা
ছিনতাইয়ে বাধা দেওয়ায় সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র মো. বুলবুল আহমেদকে (২২) হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তার দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও নিহতের মোবাইল ফোন উদ্ধার হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এসপি) আশরাফ উল্যাহ তাহের।
গ্রেফতার হলেন- শাবিপ্রবির পেছনের টিলাগাঁওয়ের আনিছ আলীর ছেলে আবুল হোসেন (১৯), একই গ্রামের গোলাব আহমদের ছেলে কামরুল আহমদ (২৯) ও মৃত তছির আলীর ছেলে মো. হাসান (১৯)।
অতিরিক্ত উপ-কমিশনার (এসপি) আশরাফ উল্যাহ বলেন, আমরা আবুল হোসেনকে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে উপস্থাপন করি। পরে বিচারকের খাস কামড়ায় সে জবানবন্দি দেয়। জবানবন্দি লিপিবদ্ধের পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আবুলের জবানবন্দির বরাত দিয়ে তিনি বলেন, আবুল, কামরুল ও হাসান বুলবুলের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় বুলবুল বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তারা বুলবুলকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন নিয়ে চলে যায়।
আশরাফ উল্যাহ আরও বলেন, প্রায় প্রতিদিনই সন্ধ্যার সময় এ তিনজন ওই এলাকায় ছুরি নিয়ে ঘুরতো। থানায় এদের অপরাধের তেমন কোনো তথ্য না থাকলেও এলাকায় বখাটে হিসেবে পরিচিত।
সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শাহ গাজীকালুর টিলার পাশে লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বুলবুল আহমেদকে (২২) ছুরিকাঘাত করেন ছিনতাইকারীরা। তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুলবুলের বাড়ি নরসিংদী সদরের নন্দীপাড়া গ্রামে। তিনি শাবিপ্রবির শাহপরান হলের ২১৮ নম্বর কক্ষে থাকতেন।
এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে হত্যা মামলা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আখতারুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ কমিটিকে হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত তা খুঁজে বের করার অনুরোধ জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদ উদ্দিন আহমদ।
সূত্র: জাগো নিউজ