সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে

প্রকাশ : ২৭ জুলাই ২০২২, ১২:৪৫

দেশে ফিরেছেন অর্ধেকের বেশি হাজি

দেশে ফিরেছেন অর্ধেকের বেশি হাজি
অনলাইন ডেস্ক

হজ শেষে মঙ্গলবার (২৬ জুলাই) পর্যন্ত গত ১৩ দিনে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩০ হাজার ৭৮২ জন হাজি। যা সৌদি আরব যাওয়া হজযাত্রীদের অর্ধেকের বেশি।

বুধবার (২৭ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৮৪টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪১টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৩৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

হজের বুলেটিনে আরও জানানো হয়েছে, বাংলাদেশ হজ মেডিকেল টিমের একটি প্রতিনিধিদল সোমবার রাতে মক্কার কিং আব্দুল আজিজ হাসপাতাল, আল নূর হাসপাতাল, কিং ফয়সাল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা অসুস্থ বাংলাদেশি হাজিদের দেখতে যান এবং অসুস্থ হাজিদের চিকিৎসা সেবার বিষয়ে খোঁজ-খবর নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়