প্রকাশ : ২৬ জুলাই ২০২২, ১৫:৫৪
ইভিএম হকিস্টিক দিয়ে ভেঙে ফেললেও ভোট নষ্ট হবে না : সিইসি
অর্থ ও পেশিশক্তির মতো অপসংস্কৃতি থেকে বের হতে সমাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল, চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা সংলাপে অংশ নিয়েছেন।
এ সময় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দাবি, সব দলের সমান সুযোগসহ ১১ দফা প্রস্তাব তুলে ধরে দলটির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দীক।
নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার পক্ষে মত দেয় জমিয়তে উলামায়ে ইসলাম।তাদের মতের প্রেক্ষিতে সিইসি জানান, ইভিএম নিয়ে তারা এখনও কোনো সিদ্ধান্ত নেননি। তবে ইভিএমের সুবিধার বিষয়ে উল্লেখ করে সিইসি বলেন, ইভিএম লাঠি বা হকিস্টিক দিয়ে ভেঙে ফেললেও ভোট নষ্ট হবে না। আমরা ডিগবাজি খাব না। সর্বশক্তি দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব।
৩১ জুলাই পর্যন্ত এবারের সংলাপে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল আমন্ত্রণ পেয়েছে।