প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ১৭:৪৬
দেশে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫৪৮
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৫ জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন ৫৪৮ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ৪৩০ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ২৭১ জন এবং শনাক্ত ২০ লাখ ২ হাজার ৩২৩ জন। সোমবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৮৪ শতাংশ।
এদিন সুস্থ হয়েছেন এক হাজার ২৭৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৩৭ হাজার ২৪০ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৯৩৯টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৯৮৭টি। এখন পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৮৪ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬ দশমিক ৭৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে দুজন পুরুষ, ৩ জন নারী। তাদের মধ্যে চট্টগ্রামে একজন, রাজশাহীতে দুজন, খুলনায় একজন ও রংপুরে একজন মারা গেছেন।