সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে

প্রকাশ : ২৪ জুলাই ২০২২, ১৬:২৭

নির্বাচন অংশগ্রহণমূলক করতে সব দলকে অনুরোধ সিইসির

নির্বাচন অংশগ্রহণমূলক করতে সব দলকে অনুরোধ সিইসির
অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে সব রাজনৈতিক দলকে অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার (২৪ জুলাই) সকালে নির্বাচন ভবনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপে তিনি এ অনুরোধ করেন।

সিইসি বলেন, দ্বাদশ নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছি। সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে অনুরোধ করে যাচ্ছি।

তিনি বলেন, আপনাদের প্রতি আমাদের একটাই অনুরোধ, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে আমাদের করণীয় নির্ধারণে আপনারাও ভূমিকা রাখবেন। এমন নির্বাচন সকলেরই প্রত্যাশা। সে লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং থাকবে।

এর আগে রোববার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সিইসির সংলাপ শুরু হয়। সংলাপে দল‌টির আমীর মাওলানা হা‌ফেজ আতাউল্লাহ ইব‌নে হা‌ফে‌জীর নেতৃত্বে ১২ সদস্য অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে গত ১৭ জুলাই থেকে রাজনৈতিক দলগু‌লোর সঙ্গে সংলাপ শুরু ক‌রে ইসি। নিবন্ধিত ৩৯টি দলকে আমন্ত্রণ জানালেও অনাস্থাসহ নানান কারণ দেখিয়ে বিএন‌পিসহ কয়েকটি বি‌রোধী রাজনৈতিক দল এ সংলাপ বর্জন ক‌রে‌ছে। সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়