প্রকাশ : ২২ জুলাই ২০২২, ১৩:১১
মাতুয়াইলে বাস উল্টে আহত ১৯ যাত্রী, আশঙ্কাজনক ৮ জন
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেলের সামনে বন্ধন পরিবহন নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১৯ জন আহত হয়েছেন। তারা সবাই বাসযাত্রী ছিলেন। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২২ জুলাই) ভোর ৬টা দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহতরা হলেন- রাফি (৭), মো. জনি (৩৫), কামাল উদ্দিন (২৫), রফিক (৩৪), মুন্নি (২২), শাহনাজ পারভীন (৪৫), আব্দুর রাজ্জাক (৫৫), রাহাত (২০), রফিক (৩২), রুবেল (৩০), ওমর আলী (৩৫), মোসলেম (২৫), আব্দুস শুকুর (২৫), রওশন (২২), নাসিমা আক্তার (৫৫), কামরুল (৪২), আব্দুল মান্নান (৩০), সিদ্দিক (৫৩) ও মনির (৩৫)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেলের সামনে বন্ধন পরিবহনের একটি বাস উল্টে ১৯ বাসযাত্রী আহত হয়েছেন। তারা সবাই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সূত্র: জাগো নিউজ