প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০৮:৩৩
সৌদি আরবকে প্রকাশ্যে সমর্থন দেব: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, সৌদি আরবে থাকা ২২ লাখের বেশি প্রবাসী বাংলাদেশির কল্যাণ বিবেচনায় গ্লোবাল এক্সপো ২০৩০-এ দেশটিকে প্রকাশ্যে সমর্থন দেওয়া হবে।
সম্প্রতি আব্দুল মোমেন তাঁর দপ্তরে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ তথ্য জানান।
সৌদি রাষ্ট্রদূতের পর ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘গ্লোবাল এক্সপো ২০৩০-এ বাংলাদেশের সমর্থন চায় সৌদি আবর। সৌদি বাদশাহ আমাদের চিঠি দিয়ে সমর্থন চেয়েছেন। দেশটিতে থাকা ২২ লাখের বেশি প্রবাসী বাংলাদেশির কল্যাণ বিবেচনায় আমরা ওই নির্বাচনে সৌদি আরবকে প্রকাশ্যে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে গ্লোবাল এক্সপো-২০৩০-এর সমর্থনপ্রত্যাশী ইতালিসহ অন্য দেশ নাখোশ হলেও বাংলাদেশ সৌদি আরবের প্রতি প্রকাশ্য সমর্থন অব্যাহত রাখবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তাঁর দেশের প্রতি সমর্থনের জন্য সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
চলতি বছরের মার্চে সৌদি আরব ওয়ার্ল্ড এক্সপো-২০৩০-এর বিষয়ে নিজের প্রার্থিতা ঘোষণা করেছে। সৌদি আরবসহ এখন পর্যন্ত রাশিয়া, ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইউক্রেন—এই পাঁচ দেশ ওয়ার্ল্ড এক্সপো-২০৩০-এর জন্য প্রার্থিতা ঘোষণা করেছে।