সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে

প্রকাশ : ১৯ জুলাই ২০২২, ১৭:১৪

মেট্রোরেল চালু হবে ১৬ ডিসেম্বর

মেট্রোরেল চালু হবে ১৬ ডিসেম্বর
অনলাইন ডেস্ক

আগামী ১৬ ডিসেম্বরে মেট্রোরেলে চড়তে পারবে নগরবাসী। যানজটের নগরীতে খানিক স্বস্তি মিলবে এ পথের যাত্রীদের। প্রথম দফায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে দেশের প্রথম উড়াল রেল।

মঙ্গলবার (১৯ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন।

একনেক সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে বলেন, ডিসেম্বর মাসে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলবে। প্রতিটি ল্যান্ডিং স্টেশনে পার্কিং স্পেস করতে বলেছেন। এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট রেলস্টেশন পর্যন্ত আন্ডারপাস করতে বলেছেন প্রধানমন্ত্রী।

এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ সংশ্লিষ্ট সচিব উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়