শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে

প্রকাশ : ১৬ জুলাই ২০২২, ১৯:৪৪

ডেঙ্গু আক্রান্ত আরও ৬০ জন হাসপাতালে

ডেঙ্গু আক্রান্ত আরও ৬০ জন হাসপাতালে
অনলাইন ডেস্ক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, শুক্রবার (১৫ জুলাই) ৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩০ জন রাজধানী ঢাকায় এবং একজন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন।

এতে বলা হয়েছে, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত সারাদেশে নতুন করে আরও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবাই রাজধানী ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এতে আরও বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২২০ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ১৭৬ জন এবং ঢাকার বাইরে ৪৪ জন চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৬৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪৯ জন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়