প্রকাশ : ১০ জুলাই ২০২২, ০৮:২৪
বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবারও ঈদুল আজহার নামাজ আদায় করবেন বঙ্গভবনে। এ সময় দরবার হলে তার সঙ্গে থাকবেন পরিবারের সদস্য ও কর্মকর্তারা।
রোববার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টায় দরবার হলে ঈদের এ জামাত অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করে বলেন, বঙ্গভবনের দরবার হলে ঈদের জামাতে অংশগ্রহণের পর সারাদিন পরিবারের সঙ্গে সময় কাটাবেন রাষ্ট্রপতি।
এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা উৎসবের সঙ্গে মিশে আছে চরম ত্যাগ ও প্রভু প্রেমের পরাকাষ্ঠা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়ে হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা ইতিহাসে অতুলনীয়।