প্রকাশ : ০৫ জুলাই ২০২২, ১৩:৪৭
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানদের জন্য সাহায্য পাঠালো বাংলাদেশ
আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। সাহায্যের মধ্যে রয়েছে ওষুধ, কম্বল, শুকনো খাবার ও তাঁবু টানানোর সামগ্রী।
মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা যায়।
সেখানে বলা হয়, আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসরণ করে বাংলাদেশ আজ আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি১৩০-জে বিমান ওষুধ, কম্বল, শুকনো খাবার এবং তাঁবুসহ জরুরি ত্রাণ সামগ্রী বহন করে।
আরও বলা হয়, এই সহায়তা দক্ষিণ এশিয়া এবং এর জনগণের সম্মিলিত সমৃদ্ধির প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
গত ২২ জুন রাতে ৬.১ মাত্রার এক ভূমিকম্পে আফগানিস্তানে এক হাজারের বেশি মানুষ নিহত হয়। আহত হন আরও দেড় হাজারের মতো মানুষ। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য বাড়ি-ঘর ও স্থাপনা।