প্রকাশ : ০১ জুলাই ২০২২, ১২:০১
সৌদি পৌঁছেছেন ৪৮১৭১ হজযাত্রী
হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৪৮ হাজার ১৭১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তবে মোছা. ফাতেমা বেগম নামে ৫৯ বছর বয়সী এক নারী যাত্রী মারা গেছেন। এ নিয়ে গত ২৫ দিনে মোট আট বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।
শুক্রবার (১ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
বুলেটিনে বলা হয়, ফাতেমার বাড়ি ঢাকার সাঁতারকুলে। পাসপোর্ট নম্বর-EE0382843।
হজফ্লাইট শুরুর পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১৩৩টি হজ ফ্লাইটে সৌদি আরবে গেছেন ৪৮ হাজার ১৭১ হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৭৮৬ জন হজ পালন করতে গেছেন।
হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে মারা যাওয়া ৮ জন হজযাত্রীর মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী।
উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার জন হজ করতে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন।
গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।
সূত্র: আরটিভি